Wellcome to National Portal

পিরোজপুর জেলার মোট জনসংখ্যা: ১১৯৮১৯৫ জন; পুরুষ : ৫৮২৮১০জন; মহিলা: ৬১৫৩৪৪ জন; হিজড়া: ৪১ জন; জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) ৯৩৮ জন; জন্মহার: ০.৬৫; স্বাক্ষরতার হার (৫ বছর+): ৮৪.৮৬ %; মোট খানার সংখ্যা:২৯৮৪৯০; খানা প্রতি গড় সদস্য:৩.৯৭ জন; রেমিট্যান্স প্রাপ্ত খানা সংখ্যা:২০৬৭৪ টি।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

                                                         নাগরিক সেবার তথ্য সারণি

                          সেবা প্রদানকারী অফিসের নামঃ জেলা পরিসংখ্যান অফিস, পিরোজপুর।

ক্রমিক নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন/বিধিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

জরিপ এবং শুমারির তথ্য প্রদান

উপ-পরিচালক

 

 আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারীকে রেকর্ডভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাচাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

১-৩ দিন; বিনামূল্যে (তবে সিডিতে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)

১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার(তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা-২০০৯

৩. পরিসংখ্যান আইন-২০১৩

যুগ্মপরিচালক

বিভাগীয় পরিসংখ্যান অফিস বরিশাল।

 

০২

জনসংখ্যার প্রত্যয়ন পত্র প্রদান

উপ-পরিচালক

 

আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারীকে রেকর্ডভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাচাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

১-৩ দিন; বিনামূল্যে (তবে সিডিতে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)

১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার(তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা-২০০৯

৩. পরিসংখ্যান আইন-২০১৩

যুগ্মপরিচালক

বিভাগীয় পরিসংখ্যান অফিস বরিশাল।