Wellcome to National Portal

পিরোজপুর জেলার মোট জনসংখ্যা: ১১৯৮১৯৫ জন; পুরুষ : ৫৮২৮১০জন; মহিলা: ৬১৫৩৪৪ জন; হিজড়া: ৪১ জন; জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) ৯৩৮ জন; জন্মহার: ০.৬৫; স্বাক্ষরতার হার (৫ বছর+): ৮৪.৮৬ %; মোট খানার সংখ্যা:২৯৮৪৯০; খানা প্রতি গড় সদস্য:৩.৯৭ জন; রেমিট্যান্স প্রাপ্ত খানা সংখ্যা:২০৬৭৪ টি।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

আমাদের লক্ষ্য(Vision):

জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ।

 

আমাদের উদ্দেশ্য(Mission):

সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ, নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদা মাফিক উপাত্ত পরিবেশন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব প্রতিষ্ঠা।

আমাদের প্রতিশ্রুতি (Commitments):

 

1)   স্বল্পতম সময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন;

2)    তথ্য/উপাত্ত প্রক্রিয়া ও পরিজ্ঞাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার;

3)   বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদা  মাফিক উপাত্ত সরবরাহ;

4)   পরিসংখ্যান বিষয়ক কার্যক্রম সময়োপযোগী ও ত্বরান্বিতকরণ;

5)    প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।

 

আমাদের প্রত্যাশা (Expectations):

 

1)   তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগিতামূলক মনোভাব;

2)    তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পতম সময়ের মধ্যে সঠিক তথ্য/উপাত্ত প্রদান;

3)   পরিসংখ্যানের মান বৃদ্ধিকল্পে পাঠক/ব্যবহারকারীগণের নিকট থেকে গঠনমূলক পরামর্শ।